ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৩ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ নভেম্বর ২০১৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জাল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি মিটার অবৈধ কারেন্ট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা ও স্থানীয় মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকায় অভিযান পরিচালনাকালে ৩টি ফিশিং নেট কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়। র‌্যাব-১১ এসপি মো. আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট লামাইয়া সাইফুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. অলিউর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু।

আনিস ফিশিং নেট, আরাফাত ফিশিং নেট ও ফারুক ফিশিং নেট থেকে জব্দকৃত জাল পরবর্তীতে পুড়ে বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর