ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানের কাছ থেকে ৩৫ হাজার কোটি টাকার ন্যায্য হিস্যা বুঝে নেয়া হবে। পাকিস্তানিদের সঙ্গে যারা দেশে বসে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ পটুয়াখালী শাখা আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের নাশকতা এবং আন্দোলনের নামে তারা যে গণহত্যা চালিয়েছে তারও বিচার করতে হবে।

সমাবেশে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান খান, মহিলা এমপি লুৎফুন নেসা, সদর উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান মনিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বক্তব্য দেন।

এর আগে মন্ত্রী জেলার বিভিন্ন উপজেলায় নৌ-মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি