শায়েস্তাগঞ্জে হত্যা মামলায় পৌর মেয়রসহ ৩৪ জন খালাস
শায়েস্তাগঞ্জে ১৫ গ্রামবাসীর সংঘর্ষে নিহত আইয়ূব আলী হত্যা মামলায় পৌর মেয়র মো. ছালেক মিয়াসহ ৩৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
রোববার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছোলায়মান মিয়ার আদালতে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগ সভাপতি মো ছালেক মিয়াসহ এ মামলার ৩৪ আসামি খালাস পান।
বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন, চারগ্রাম ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিন মেম্বার, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান বাবু, সিতার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শাহেদ, সাবেক পৌর কাউন্সিলর রজব আলী, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম শিবলু, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিতসহ ৩৪ জন।
আদাল সূত্র জানায়, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১৫ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়।
এর মধ্যে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলী ছেলে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০১৫ সালের (২৮ জুন) রোববার নিহতের বড় ভাই ছায়েদ আলী বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এ মামলায় অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলা দায়ের ১৭ মাস পর এ রায় ঘোষণা করেন আদালত।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম/পিআর