ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাঁওতালদের মামলায় আরও তিনজন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৩ নভেম্বর ২০১৬

গাইবান্ধায় সাঁওতালদের মামলায় সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এ মামলায় ২০ জনকে গ্রেফতার করলো পুলিশ।

বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে শাহ আলম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের খালিলুর রহমানের ছেলে মিনহাজ ও একই উপজেলার জমিলাপুর গ্রামের মোকশেদ আলীর ছেলে মুরাদ মিয়া। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

তবে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতারা ধরাছোয়ার বাইরে রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতার না করে ঘটনার সঙ্গে জড়িত নয় এবং এলাকার বাইরের লোকজনকে গ্রেফতার করছেন বলে অভিযোগ সাঁওতালদের।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর