ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

মেহেরপুরে স্ত্রী হত্যার অপরাধে স্বামী ফজলুর রহমানের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গাংনী উপজেলার মহিষখোলা গ্রামের আদ্দুর সাত্তারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গাংনী উপজেলার মহিষখোলা গ্রামের ফজলুর রহমানের সঙ্গে প্রায় ১৪ বছর আগে একই উপজেলার রুয়েরকান্দি গ্রামের মহাসিন আলীর মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী একাধিক মেয়ের সঙ্গে পরকীয়ায় প্রেমে জড়িয়ে পড়ে।

এ নিয়ে সাবিনা খাতুন প্রতিবাদ করায় ২০১৩ সালের ৩০ জুন তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

পরে ময়নাতদন্ত রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে একই বছরের ১৬ সেপ্টেম্বর নিহত সাবিনা খাতুনের মামা আব্দুস সালাম বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।

প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে অাইনজীবী হিসেবে ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে ছিলেন সাথি বোস।

আসিফ ইকবাল/এএম