ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুম থেকে দেরিতে ওঠায় বাবার হাতে ছেলে খুন

প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৯ নভেম্বর ২০১৬

পটুয়াখালীর গলাচিপা শহরের ইসলামাবাদ এলাকায় বাবার হাতে আশিক মৃধা (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আশিক গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ছেলে আশিক ঘুম থেকে উঠতে দেরি করায় বাবা লাবুল মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর