ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরে হামলা : জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৯ নভেম্বর ২০১৬

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে চালানো হামলার ঘটনায়  গ্রেফতার জাহাঙ্গীর আলমের (৩০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

জেলার অতিরিক্ত পু্লিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে তোলা হয়।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরের ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের বিচারক শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। তিনি স্থানীয় হরিণবেড় বাজারের আল-আমিন সাইবার ক্যাফের স্বত্ত্বাধিকারী ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশের ধারণা, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট দেয়ছিল।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি

আরও পড়ুন