ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন দাখিল

প্রকাশিত: ০১:৪১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ে চারজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীসহ মোট আটজন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।

একই সঙ্গে সাধারণ ১৫ ওয়ার্ডে সদস্য পদে ৭৫ জন এবং সংরক্ষিত ৫ ওয়ার্ডে ১৮ জন সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখি করেন প্রার্থীরা।

দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদিক।

এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এবং সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমানুল্লাহ বাচ্চু বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে জেলা জাসদের এমরান আল আমিন, জাতীয় পার্টি (মঞ্জু) আশরাফুল ইসলাম ও এসএম ফজলুল হক হাসনাত এবং মো. দেলদার রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

সফিকুল আলম/এএম