ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আজ রোববার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য পদে একজন ও সাধারণ সদস্য পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করেছেন জেলা রিটার্নিং অফিসার। রোববার সকাল ১০টা থেকে যাচাই-বাছাই শেষে বিকেল ৫টায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা পরিমল সিংহ জানান, চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মেহেরপুর এলাকার ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার ভোটার।

এছাড়াও মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সংরক্ষিত নারী সদস্য পদে ৩ নং ওয়ার্ডের মনোয়ারা খাতুন মনি ও সাধারণ সদস্য পদে ৯ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১০ নং ওয়ার্ডে ফারুক হাসান, ১২ নং ওয়ার্ডে নুরুল আমিন ও শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সবমিলে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডে ৫৪ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ টি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসিফ ইকবাল/এএম/পিআর