পঞ্চগড়ে কিশোরের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের মীরগড় এলাকার করতোয়ায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয় লোকজন করতোয়া নদীতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার এসআই সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ১৫ থেকে ১৬ বছর হতে পারে।
সফিকুল আলম/আরএআর/এমএস