কনস্টেবলকে কুপিয়ে পালাল আসামি!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত কনস্টেবলকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় কুলাউড়া থানায় করা মামলায় লালপুরের বাসিন্দা ছালেক মিয়ার (২৪) বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি বেশ কিছু দিন ধরে পলাতক ছিলেন।
গোপন সূত্রে অবস্থান জেনে তাকে গ্রেফতারের জন্য কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও কনস্টেবল অসিত কুমার পাল বেলা সাড়ে ১১টার দিকে লালপুরে যান। এসময় ছালেক বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন।
কনস্টেবল অসিত তাকে (ছালেক) দেখে পিছু পিছু গিয়ে কোমরে জাপটে ধরেন। এসময় ছালেক তার হাতে থাকা কাস্তে দিয়ে কনস্টেবল অসিতের কপালে কোপ দিয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যান।
পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় অসিতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হক বলেন, কনস্টেবল অসিতের কপালে ক্ষতস্থানে ছয়টি সেলাই দেয়া হয়েছে। ক্ষতস্থানে ব্যান্ডেজসহ সেবনের জন্য তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, আসামি ছালেককে ধরতে গিয়ে কনস্টেবল অসিত আহত হয়েছেন। এ ব্যাপারে ছালেকের বিরুদ্ধে মামলা হবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫