সাঁওতালপল্লীতে মোমবাতি প্রজ্বলন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ, হামলা, আগুন, লুটপাট ও গুলির ঘটনার এক মাস উপলক্ষে সুষ্ঠু বিচার ও ভূমির অধিকার ফিরে পাওয়ার দাবিতে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় আদিবাসী পরিষদ, জনউদ্যোগ, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে শহরের বিজয় স্তম্ভে মোমবাতি প্রজ্বল করা হয়। পরে সমাবেশে সম্মিলিত কণ্ঠে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়।
এদিকে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুর গ্রামে গির্জা প্রাঙ্গণে একই ধরনের কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ভবেন মার্ডি, রাফায়েল হাসদা, রোমেলা কিসকু, রেজাউল মাস্টার প্রমুখ।
জেলা শহরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা রিনা মান্ডি, ভিরজিলিউস হেমব্রম, বার্নাবাশ মুরমু, আসোলাম বোসদ, জনউদ্যোগের সদস্য দলিত নেতা রাজেশ বাসফোর, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক রেবতী বর্মণ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাঁওতালদের দায়ের করা মামলার আসামি গোবিন্দগঞ্জের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ তাদের সহযোগিদের গ্রেফতার, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের প্রত্যাহার এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
এছাড়া ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন না করায় বক্তারা হতাশা ব্যক্ত করেন।
জিল্লুর রহমান/এআরএ/আরআইপি