শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জ লৌহজং এর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের ফেরি চলাচল। এ অবস্থায় পদ্মার বিভিন্ন পয়েন্টে যানবহন নিয়ে নোঙর করা আছে ৯টি ফেরি এবং পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।
শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। এমতাবস্থায় ধীর গতিতে চালাতে হয় এই রুটের ফেরিগুলো।
তবে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে ঝুঁকি এড়াতে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হবে বলেও জানান এই কর্মকর্তা।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর