ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পটুয়াখালী জেলা। ওই দিনে পটুয়াখালী শহরকে হানাদার মুক্ত করে লাল সবুজের পতাকা উড়ান জেলার বীর মুক্তিযোদ্ধারা।

তবে মুক্তিযুদ্ধের সেসব গৌরমবয় ইতিহাস নতুন প্রজন্মের কাছে এখন অনেকটাই অজানা। এছাড়া জেলার মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনাদের সঠিকমূল্যায়ন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন জেলাবাসী।

পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর দায়িত্বে থাকা মেজর নাদের পারভেজ ও তার সৈন্যরা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৭ ডিসেম্বর রাতে পটুয়াখালী শহর ছেড়ে নদী পথে পালিয়ে যায়। ৮ ডিসেম্বর সকাল থেকেই মুক্তিযোদ্ধারা জেলা শহরে মিছিল নিয়ে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় ও পরে শিশুপার্কে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।

Patuakhali

মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী যে সব স্থানে গণহত্যা চালিয়েছিল তার অনেক স্থান এখনও রয়েছে অবহেলিত। আর যেসব স্থানে দু একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তা অবহেলা ও সংস্কার না করায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ কারণে এসব স্মৃতিস্তম্ভ সংস্কার ও যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাব জেলার মুক্তিযোদ্ধাদের।

অপরদিকে দ্রুত সময়ের মধ্যে জেলার বিরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে সরকারি অদেশেরও দাবি জানান তারা।

গণকবর সম্পর্কে নুরুল ইসলাম মাতুব্বর বলেন, দেশ স্বাধীনের পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শহরের মাতুব্বর বাড়ি এলাকায় বাউন্ডারি দিয়ে এ গণকবর চিহ্নত করে, এরপরে আর কোনো সংস্কার কাজ হয়নি। গণকবরের পাশে সিমানা প্রাচীর না থাকায় তা গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।

Patuakhali

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক স্থান এখনও অবহেলায় পড়ে আছে, এসব স্থান সমূহ সংরক্ষণের পাশাপাশি জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখিত ভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। নতুবা নতুন প্রজন্মের কাছে তা অজানাই থেকে যাবে।’

অপরদিকে জেলার ইটবাড়িয়া এলাকায় যে কয়েকজন বীরঙ্গনা রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সন্মানীত করারও দাবি জানান তিনি।

এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় বিভিন্ন ধরনের স্তম্ভ নির্মাণ করা হলেও সারা বছর এসব স্তম্ভগুলো অযত্ন আর অবহেলার মধ্যেই পড়ে থাকে। সম্প্রতি সময়ে শহরের পিডিএস মাঠ সংলগ্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তার পারিবারের সদস্যদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ এবং জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও ওই এলাকায় নেই কোনো সিমানা প্রাচীর।

Patuakhali

অপরদিকে এর পাশেই সারা দেশে একই নকশায় অনেক অগে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও দীর্ঘদিনেও তা সংস্কার করা হয়নি। এ কারণে এখন অনেক শহীদ মুক্তিযোদ্ধার নাম ও পরিচয় আর পড়া যায় না।

ওই এলাকায় কোনো ধরনের নিরপত্তাকর্মী ও সীমান প্রচীর না থাকায় স্মৃতিস্তম্ভের সৈন্দর্য্য বর্ধনে ব্যবহৃত স্টিলের অনেক পাইপ চুরি হয়ে গেছে। এছাড়া বিভিন্ন সময়ে স্মৃতিস্তম্ভে গরু, ছাগল ও বেওয়ারিশ কুকুরের বিচরণ লক্ষ্য করা যায়।
 
আগামী প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্য রাখতে এখনই কার্যকর উদ্দোগ নেয়া দরকার বলে মনে করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষরা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর