ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যে সন্তুষ্ট সাঁওতালরা

প্রকাশিত: ০২:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতালপল্লী পরিদর্শন ও ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়ায় স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছে সাঁওতালরা।

বিরোধপূর্ণ ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁচ সপ্তাহ পর সোমবার ঘটনাস্থল পরিদর্শনে এসে এ আশ্বাস দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মাদারপুর সাঁওতালপল্লীতে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত সাঁওতাল পলুস মুরমু মাস্টার বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও তাদের সঙ্গে আসা প্রতিনিধি দল সাঁওতালপল্লীতে দীর্ঘ সময় অবস্থান, সাঁওতালদের খোঁজখবর ও তাদের দেয়া বক্তব্য শুনে ঘটনা বিচারের আশ্বাস পেয়ে সাঁওতালদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সরেন টুডু বলেন, আমাদের ওপর হামলার ঘটনার পর অনেকে এসেছিলেন। কিন্তু মানবাধিকার কমিশনের দেয়া বক্তব্যে ঘটনার বিচারের বিষয়ে আমারা যথেষ্ট আশাবাদী।

এছাড়া বার্ণা বাস, রাফায়েল হাজদা, হেতু কিচকু, বার্মি কিচকুও একই কথা জানান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মানবাধিকার কমিশন, আধিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটি ও ইউএনডিপির ১০ প্রতিনিধি দল মাদারপুর ও জয়পুরপাড়া সাঁওতালপল্লী পরিদর্শন, তদন্ত করে আলামত সংগ্রহ, ১০ সাঁওতালের সাক্ষ গ্রহণ এবং গির্জার সামনে সমাবেশ করেন।

এ সময় তারা খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের ওপর হামলা, অাগুন, গুলি ও উচ্ছেদের ঘটনার সঙ্গে জড়িত ও হামলাকারীদের গ্রেফতারসহ দ্রুত বিচারের আশ্বাস দেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাদারপুর সাঁওতালপল্লীতে আশ্রয় নেয়া সাঁওতালরা বিক্ষোভ মিছিল করে। ওই সময় সাঁওতালরা বাপ-দাদার জমি ফেরতের দাবি করে হাতে তীর ধনুক ও লাঠি নিয়ে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি পুরো খামার ও মাদারপুর সাঁওতালপল্লী প্রদক্ষিণ করে।

জিল্লুর রহমান পলাশ/এএম