গাইবান্ধায় পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় দুই পক্ষের সংঘর্ষের প্রতিবাদে জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
গাইবান্ধা চেম্বার অব কমার্স, গাইবান্ধা বাস মালিক সমিতি ও দোকান মালিক সমিতি পৃথকভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পরিবহন ও দোকানপাটে ধর্মঘট শুরু হওয়ায় যাত্রী সাধারণ ও কেনাকাটা করতে আসা মানুষ পড়েছেন দুর্ভোগে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ধর্মঘট প্রত্যাহার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার সকালে দু’পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হাতাহাতি ও চেয়ার ভাঙচুর করা হয়।
এ ঘটনার জেরে বিকেল একটিপক্ষ অপরপক্ষের এক সদস্যের পরিবহন কাউন্টার ও আরেক সদস্যের ভাইয়ের ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট করে। এতে কমপক্ষ ৮ জন আহত হয়। এছাড়া পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিএ