গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরে অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস