শেরপুরে ভটভটি উল্টে নিহত ২
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পিকনিক স্পট গজনী অবকাশে যাওয়ার পথে ভটভটি উল্টে ২ জন নিহতসহ আহত হয়েছে আরো ১০ জন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৩৫) এবং শ্রীবর্দী উপজেলার ফকির মিয়া। ঝিনাইগাতী থানার ওসি ফসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বনভোজনের উদ্দেশ্যে গজনী অবকাশে যাওয়া পথে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা কবলিত ভটভটিটি উল্টে রাস্তার পাশে লেকে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই দুলাল মিয়া (৩৫) নিহত হয় এবং ঝিনাইগাতী হাসপাতালে নেওয়ার পর আহত ফকির মিয়ার মৃত্যু হয়।
আহতদের ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আরএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক