যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পিরোজপুরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
সোমবার গভীর রাতে সদর উপজেলার টোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছিদ্দিক শেখের (২৮) বিরুদ্ধে টেনা গ্রামের এক তরুণী ধর্ষণ অভিযোগে মামলা ও কারাদণ্ডের পর থেকে পলাতক জীবন যাপান করছেন।
জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের মৃত শওকত আলী শেখের ছেলে ছিদ্দিক শেখ ২০১০ সালে একই গ্রামের এক তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ চলতি বছরের ১৭ এপ্রিল ছিদ্দিক শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
পিরোজপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান মামুন/এএম/আরআইপি