ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিভোর্স দেয়ায় স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ১২:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

পিরোজপুরে ডিভোর্স দেয়ায় রাবেয়া আক্তারকে (৩২) হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী সাগর সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাবেয়ার বাবা হালিম মৃধা বাদী হয়ে হত্যা মামলা করেন। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাবেয়ার বাবা জানান, গত কুরবানির ঈদের আগে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে তার মেয়ে রাবেয়া স্বামীকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেয়ার পর মিন্টু রাবেয়াকে ফিরিয়ে নিতে আসেন। কিন্তু রাবেয়া রাজি হয়নি।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় সিঙ্গা গ্রামে বুধবার রাতে আসামি সাগর সরদার মুন্সিগঞ্জ থেকে রাতে শ্বশুর বাড়ি এসে লুকিয়ে থাকেন।

একপর্যায় রাবেয়া আক্তার রাতে একা বাথরুমে গেলে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। ওই রাতেই গ্রামবাসী মিন্টু সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতার মিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

হাসান মামুন/এএম/এমএস