ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় বাল্কহেড ও লঞ্চের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

মুন্সিগঞ্জ সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেড ও লঞ্চের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের আরিফ মোহাম্মদ-২ নামের লঞ্চের সাথে বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। লঞ্চটি তলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর পাড়ে নোঙ্গর করে রাখা হয়েছে। রাত পৌনে ১২টার দিকে এম ভি কাজল লঞ্চ দিয়ে দুই শতাপধিক যাত্রীকে চাঁদপুর পাঠানোর ব্যবস্থা করা হয়।

মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ২/৩ জন আহত হয়েছেন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঘটনাটি নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার অধীনে থাকায় সার্বিক বিয়য়টি তারা দেখছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস