ময়মনসিংহে খুন হওয়া স্কুলছাত্রের মরদেহ শেরপুরে দাফন
ময়মনসিংহ শহরে বন্ধুদের ছুরিকাঘাতে খুন হওয়া দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্র ইসতিয়াক আহমেদ তন্ময়ের মরদেহ শেরপুরে নালিতাবাড়ীর নিজপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মরদেহ দাফনের আগে বিকেলে পৌর শহরের গড়কান্দা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারও মানুষের ঢল নামে।
জানাযায় অংশ নেয়া তারাগঞ্জ পাইলট হাইস্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, তন্ময় অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের স্কুলে পড়েছে। সে খুব মেধাবী ছাত্র ছিল। তার আচার-আচরণও ভাল ছিল। আমরা কখনও তার মাঝে খারাপ কিছু দেখিনি। তার বাবা ছেলের স্বপ্ন পূরণের জন্য তাকে ময়মনসিংহ শহরে বাসা ভাড়া করে রেখে পড়াশোনা করাচ্ছিলেন।
কিন্তু তার এমন মৃত্যু কারও কাম্য নয়। এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। আমরা হত্যাকারীদের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় শুক্রবার রাতে দশম শ্রেণির ছাত্র ইসতিয়াক আহম্মদ তন্ময় খুন হয়। ঝগড়ার জের ধরে তন্ময়ের কয়েকজন বন্ধু তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তন্ময় শেরপুরের নালিতাবাড়ী শহরের সাহাপাড়ার বাসিন্দা গার্মেন্ট ব্যবসায়ী ফরিদ উদ্দিনের ছেলে।
হাকিম বাবুল/এএম/আরআইপি