ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ হেফাজতে কৃষকের মৃত্যু : নির্যাতনের অভিযোগ পরিবারের

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে কাশেম খলিফা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ রাইফেল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাদরাসাপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ কাশেম খলিফাকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, জমিজমা সংক্রান্ত এক মামলায় বাড়ি থেকে কাশেম খলিফাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে গাড়িতে নিয়ে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রিনা খাতুন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ কাশেম খলিফার বাড়িতে যান। জমিজমা সংক্রান্ত মামলা আছে বলে তাকে গ্রেফতারের চেষ্টা করা হয়। এ সময় কাশেম খলিফা জমি নিয়ে হাইকোর্টে বিচারাধীন মামলার কাগজপত্র পুলিশকে দেখানোর চেষ্টা করে।

পুলিশ রায়ের কপি না দেখে কাশেমকে রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে। এ সময় কাশেমের পরিবারের নারী সদস্যরা পুলিশকে বাধা দিতে চাইলে তাদের ব্লাউজ ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি করে। পরে জোর-জবরদস্তি করে কাশেমকে গাড়িতে তোলে ও গাড়ির মধ্যেও তাকে নির্যাতন করে।

নিহতের বড় ছেলে হাবিবুর জানান, বিকেলে মারা যাওয়ার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে দেখতে আসি। তিনি দাবি করেন, প্রতিবেশী আনজেলের সঙ্গে জমি নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। প্রতিবেশী আনজেল পুলিশকে টাকা দিয়ে নির্যাতন করে এ ঘটনা ঘটিয়েছে।

নিহতের ছেলের বউ রিপা খাতুন বলেন, পুলিশ টাকার লোভে একজন নিরপরাধ মানুষকে গ্রামের মানুষের সামনে পিটিয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বপালনকারী চিকিৎসক ফারুক আহমেদ জানান, অসুস্থ অবস্থায় কাশেমকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সে সময় তার শ্বাসকষ্ট ছিল। রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা করার নির্দেশনা দিয়ে হাসপাতালের ইনডোরে ভর্তি করা হয়। ৬টা ২০ মিনিটে মারা যায়। ওই চিকিৎসক জানান, কাশেম খলিফা কী কারণে মারা গেছেন সুনির্দিষ্ট করে বলতে পারছেন না।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, জমিজমা সংক্রান্ত এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। অসুস্থ হলে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেন।

আল-মামুন সাগর/এএম