শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেল সম্পাদক হযরত আলী
শেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং সাধারণ সম্পাদক পদে শিল্পপতি মো. হযরত আলীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলা বিএনপির নতুন কমিটির দুই শীর্ষ পদে এদের নাম অনুমোদন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সদ্য ঘোষিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী জানান, শনিবার শেরপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি-সম্পাদক পদে নাম চেয়ে ভোটগ্রহণ হয়।
এতে জেলার ৯টি ইউনিটের ৪৫ জন কাউন্সিলরদের মধ্যে ৪২ জন কাউন্সিলর ভোট দেন। পরে ওই ভোটবাক্স সিলগালা করে কেন্দ্রে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেরপুর জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা এবং কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে, জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে রুবেল-হযরত আলীর নাম ঘোষণা করায় তাদের সমর্থকরা খুশি হলেও সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও মামুনুর রশীদ পলাশের নেতৃত্বাধীন নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এ কমিটিকে সাজানো এবং পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেছেন সাইফুল ইসলাম স্বপন। অচিরেই সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ ও প্রকৃত ঘটনা সাংবাদিকদের অবহিত করা হবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৬ ডিসেম্বর শনিবার শহরের গৃর্দানারায়ণপুর বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাকিম বাবুল/আরএআর/পিআর