ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাচ্চু নির্বাচিত

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর ছিদ্দিক পেয়েছেন ১২২ ভোট।

জেলার ৫ উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১২ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫৮২ জন।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ, বিজিবি, র্যাব ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্সের টহল দেখা গেছে।

সফিকুল আলম/এআরএ/এমএস