ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্ধ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে শহিদুল ইসলাম (৫০) নামে একজন নিঁখোজ রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিয়ারহাটের কৌরিখারা থেকে ৭-৮ জন যাত্রী নিয়ে একটি খেয়ার ট্রলার নেছারাবাদের পথে যাত্রা করে। বিপরীত দিক থেকে আসা অপর একটি কাঠ বোঝাই ট্রলারের সঙ্গে আঘাত লেগে ট্রলারটি ডুবে যায়।

নদীতে কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

হাসান মামুন/এফএ/পিআর