নেত্রকোনায় জগৎ মনি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি
নেত্রকোনার পূর্বধলায় জগৎ মনি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম.এ মান্নান।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল। এসময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ান প্রধান অতিথি ও সভাপতি। 
পরে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ইউএনও নমিতা দে, পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব প্রমূখ।
এর আগে সকালে বর্তমান ও প্রাক্তন হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে শেষ হয়।
কামাল হোসাইন/এফএ/পিআর