ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শূন্য ভোট পাওয়া যুবলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০১:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শূন্য ভোট পাওয়া সাবেক ইউপি চেয়ারম্যান ও কালকিনি উপজেলার যুবলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার সকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৈয়দ বেলায়েত হোসেন কালকিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার ১৫নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছিলেন।

জানা গেছে, উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন এবং জেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করেন। এসব ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, সৈয়দ বেলায়েত হোসেন জেলা পরিষদ নির্বাচনে কালকিনির ১৫নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়ে কোনো ভোট না পেয়ে লজ্জাজনকভাবে হেরে জামানত খুঁইয়েছেন। তার নিকটতম আওয়ামী সমর্থিত প্রার্থী সৈয়দ আবুল বাশার ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।    

এ কে এম নাসিরুল হক/এআরএ/এমএস