ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ কর্মী আটক

প্রকাশিত: ০৫:২০ এএম, ১৪ মার্চ ২০১৫

মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ বিএনপির ১৭ কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের অভিযানে সদর থানা সাতজন, গাংনী থানা নয় জন ও মুজিবনগর থানার দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক জন জামায়াত কর্মী ও বাকিরা বিএনপি কর্মী সমর্থক। ১৫১ ধারায় এদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার উৎপল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে  অভিযান চালিয়ে শুভরাজপুর গ্রামের বড় পুকুর পাড় হতে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি প্যাকেটে মোড়ানো ছিল । নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রটি রাখতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এসএইচএ/এমএস