এমপি লিটনের প্রথম জানাজা সম্পন্ন
দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বেলা পৌনে ১টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা সম্পন্ন হয়।
জানাজায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, র্যাব-১৩ এর অধিনায়ক এটিএম আতিকুল্ল্যাহ প্রমুখ অংশগ্রহণ করেন।
জানাজা শুরুর আগে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে দলের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।
প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ ঢাকায় নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
ঢাকায় নেয়ার পর আগামীকাল সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নেয়া হবে মরদেহ। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।
জিতু কবীর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন