মেহেরপুরে সংঘর্ষে যুবলীগ নেতাসহ আহত ৩
মেহেরপুর গাংনীর বামন্দীতে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগের সভাপতি ও বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্যদ সভাপতি মোশারফ হোসেনসহ তিনজন আহত হয়েছেন।
বিদ্যালয়ের মার্কেট নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রোববার দুপুরে বামন্দীতে এ ঘটনা ঘটে। মোশাররফ হোসেন ও বড় বাবুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং রায়হানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পুরাতন মার্কেট ভেঙে তৈরি করা হচ্ছে। এ বিষয় নিয়ে রোববার সকালে বিদ্যালয় কক্ষে সভা চলছিল।
সভা থেকে বের হয়ে কমিটির সদস্যরা বিদ্যালয় প্রধান ফটকের সামনে গেলে বামন্দীর অ্যাড. রাশেদুল হক জুয়েল ও তার মামাতো ভাই বড় বাবুসহ কয়েক যুবক জমি নিজেদের দাবি করে নির্মাণ কাজের বিরোধিতা করেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
পরে মোশারফ হোসেন মোটর সাইকেলযোগে গাংনী শহরে যাওয়ার সময় কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে ওই যুবকরা হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হন যুবলীগ সভাপতি মোশরাফ হোসেন ও বামন্দী ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক রায়হান। অপরপক্ষের বড় বাবু আহত হন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোশাররফ হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে কেউ মোটরসাইকেল মালিক বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এএম/এমএস