ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ১৬ জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪২ এএম, ০২ জানুয়ারি ২০১৭

নাশকতার চেষ্টার অভিযোগে নীলফামারীর ছয় উপজেলায় অভিযান চালিয়ে জামায়ত শিবিরের ৩ নেতাকর্মীসহ ওয়ারেন্টভুক্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এ নিয়ে গত ২ দিনে জামায়াতের ১৯ জনসহ ৩২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শনিবার রাতে ১৬ জন জামায়াত নেতাকর্মী ও রোববার রাতে ৩ জন জামায়াত নেতাকর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জাগো নিউজকে বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে ১৬ ও রোববার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।       
   
জাহেদুল ইসলাম/এফএ/এমএস