ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ২০ মণ জাটকা ও কারেন্টজাল আটক

প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৫ মার্চ ২০১৫

শরীয়তপুরের পদ্মায় ২০ মণ জাটকাসহ ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্টজাল আটক করা হয়েছে।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নুরু মাষ্টার ঘাট এলাকায় পদ্মা নদীতে কোষ্ট গার্ড অভিযান চালিয়ে আজ রোববার সকালে ২০ মণ জাটকা ইলিশ ও ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।

পরে উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে ষ্টেশন বাজারে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জাটকা মাছ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, চিফ পেডি অফিসার মোশারফ হোসেনসহ অনেকেই।

এমজেড/আরআইপি