শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
শেরপুরে ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মন্ডল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুুলিশ।
সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মন্ডল মিয়াকে পুলিশ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করে। মন্ডল মিয়া সদর উপজেলার রৌহা পূর্বপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা পূর্বপাড়া গ্রামের ১১ বছর বয়সী এক শিশু কন্যা তার কোলে একটি শিশুকে নিয়ে শনিবার বেলা ১টার দিকে পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে যায়।
এ সময় মন্ডল মিয়ার স্ত্রী গুলনাহার বেগম ওই শিশু কন্যার কোলে থাকা শিশুটিকে নিজ কোলে নিয়ে তাকে তার ঘরে পান আনতে পাঠান।
এ সময় গুলনাহারের স্বামী মন্ডল মিয়া শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। এ ব্যাপারে শিশুটির মা বাদী বাদী হয়ে রোববার সকালে শেরপুর সদর থানায় মন্ডল মিয়া ও গুলনাহার বেগমকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোরে প্রধান আসামি মন্ডল মিয়াকে গ্রেফতার করে। বিকেলে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জেলা হাসপাতালে শিশুর ডাক্তারি পরীক্ষা শেষ করে তাকে তার মায়ের হেফাজতে রাখা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হাকিম বাবুল/এএম/জেআইএম