ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আধুনিক সদর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।

স্বজনদের অভিযোগ বিশেষজ্ঞ চিকিৎসক বেসরকারি ক্লিনিকে রোগী নিয়ে ব্যস্ত থাকায় সময়মতো আসেননি। দেরিতে আসায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

রোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধায় পঞ্চগড় আধুনিক সদর হাসপালের পাশের মহল্লা ইসলামবাগ এলাকার আব্দুস সাত্তার (৫৮) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

রোগীর অবস্থা বিবেচনা করে হাসপাতালের জরুরি বিভাগ থেকে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোশারফ হোসেনকে ফোন করা হয়। এ সময় তিনি হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকে ছিলেন। ফোন পেয়ে তিনি নিজে না এসে রোগীকে ওই ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

প্রায় আধাঘণ্টা পরে জাহাঙ্গীর আলম ঝুনু নামে স্থানীয় এক জনপ্রতিনিধির বিশেষ অনুরোধে হাসপাতালে আসেন তিনি। ততক্ষণে রোগীর মৃত্যু ঘটে। এ ঘটনায় রোগীর বিক্ষুব্ধ স্বজরা হাসপাতালে ভাঙচুর করে।

মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন রিপন বলেন, হাসপাতালের পাশে নর্দান ক্লিনিকে গিয়ে ডাক্তারকে এখানে আসার জন্য বলি। কিন্তু তিনি এখানে না এসে ওই ক্লিনিকে রোগীকে নিয়ে যাওয়ার কথা বলেন। একটু আগে এলে হয়তো আমার বাবাকে বাঁচানো যেতো।

বিষয়টি অস্বীকার করে চিকিৎসক মশারফ হোসেন বলেন, জাহাঙ্গীর আলম ঝুনু নামে একজনের কথায় আমি হাসপাতালে যাই। কিন্তু তার আগেই রোগী মারা গেছেন।

সিভিল সার্জন পীতাম্বর রায় বলেন, নিয়মানুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসককে জরুরি ফোন করা হলে হাসপাতালে আসার কথা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মশারফ হোসেন পাশের একটি বেসরকারি ক্লিনিকে ছিলেন। রোগীর অবস্থা বিবেচনায় নিয়ে তাকে ফোন করা হয়েছিল। তিনি এসে রোগীকে মৃত ঘোষণা করেন।

সফিকুল আলম/এএম