মেহেরপুরে ছাত্রলীগ-তরুণলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
মেহেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও তরুণলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন। রোববার দুপুর ২টায় শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে দুপুর ১২টায় ছাত্রলীগের জেলা কমিটির সদস্যদের সঙ্গে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজে ভাঙচুর করে। পরে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পলেন বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এসময় তরুণলীগের দুই কর্মীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুপুর একটায় ছাত্রলীগ নেতাকর্মীরা মেহেরপুর কলেজ মোড়ে তরুণলীগের অফিসে হামলা করে। দুপুর ২টায় তরুণলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের উপর পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। সংঘর্ষে ছাত্রলীগকর্মী মাসুদ রানা (২৮) ও ঘটনাস্থলে থাকা অটোরিকশা চালক জুয়েল (২২) গুলিবিদ্ধ হন। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মাহফিজুর রহমান পলেন (৩০)। তাদের মেহেরপুর জেনারেল হাসপাাতালে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএইচ/পিআর/ এমএএস