ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুজনেই ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরের দিকে গজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুবগী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

নিহতরা হলেন, মজিবুর রহমান (৪৫) ওরফে মইজ্যা ও হাবু জোয়ার্দার (৪০)। নিহত মজিবুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ভাই এবং হাবু জোয়ারদারের বাড়ী লক্ষ্মীপুর জেলায়। ঘটনার পর থেকে মজিবুর রহমানের ভাই ইউপি সদস্য নুরুল ইসলামও পলাতক রয়েছেন।

মতলব উত্তর থানা পুলিশ জাগো নিউজকে জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত ডাকতারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় মজিবুর রহমান ও হাবু ডাকাত নিহত হন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জাগো নিউজকে জানান, মইজ্যা ডাকাত দীর্ঘদিন এই এলাকায় ডাকাতি করে আসছে। তার সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের যোগাযোগ রয়েছে।

তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হবে।

ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি

আরও পড়ুন