ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরগঞ্জে দেড়শ জনকে আসামি করে পুলিশের মামলা

প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ১১ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যার পর পুলিশ আসামিদের গ্রেফতারে সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রেখেছে।

অভিযান কালে জামায়াত-শিবির ও চিহ্নিত কিছু অপরাধীর বাড়ি থেকে বেশ কিছু জিহাদি বই ও বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

তিনি আরও জানান, সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-জঙ্গি ও একটি সন্ত্রাসী চক্র বিভিন্নভাবে সংগঠিত সক্রিয় হয়ে উঠেছে। তারা নাশকতার পরিকল্পনা করছে। এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যহত রেখেছে।

জিল্লুর রহমান পলাশ/এফএ/আরআইপি

আরও পড়ুন