ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাভার্ডভ্যান খুলে দেখা গেল সব মাংস উধাও

প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

খুলনার মংলা নৌ-বন্দর থেকে কাভার্ডভ্যানে জয়পুরহাটে আসা সৌদি সরকারের অনুদানের ১ হাজার ৮৩০ কেজি দুম্বার মাংসের হদিস পায়নি জেলা ত্রাণ অফিস। কাভার্ডভ্যান খুলে দেখা গেল সব মাংস উধাও।  

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বরে এ কাভার্ডভ্যান খুলে মাংস নামানোর সময় বিষয়টি নজরে আসে জেলা ত্রাণ ও পুনর্বাসন কমকর্তা-কর্মচারীদের।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সৌদি সরকার বাংলাদেশি দুস্থ মানুষের জন্য অনুদান হিসেবে দুম্বার মাংস পাঠিয়েছে। সমুদ্র পথে আসার পর মংলা বন্দরে মাংশগুলো জাহাজ থেকে খালাসের পর সেই দুম্বার মাংস সারা দেশের মতো স্বাভাবিকভাবে জয়পুরহাটেও আসছিল।

প্রতি প্যাকেটে ১০ কেজি ওজনের ৩৪৯ প্যাকেটে করে ৩ হাজার ৪৯০ কেজি দুম্বার মাংস নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনার মংলা নৌ-বন্দর থেকে একটি কাভার্ডভ্যান রওনা করে জয়পুরহাটের উদ্দেশ্যে।

বুধবার গভীর রাতে জয়পুরহাটে কাভার্ডভ্যান আসলেও বৃহস্পতিবার সকালে সেগুলো বিতরণের উদ্দেশ্যে নামাতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।

কাভার্ডভ্যানের চালক মো. শাহিন বলেন, মাংস উঠানোর পর জয়পুরহাট পৌঁছে তালাবদ্ধ কাভার্ডভ্যানটি জেলা প্রশাসন চত্বরে রাখা হয়। এ অবস্থায় সেখান থেকে কীভাবে ১ হাজার ৮৩০ কেজি দুম্বার মাংস চুরি হলো বুঝতে পারছি না।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম বলেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিষয়টি সম্পর্কে অবহিত করা ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত করা হচ্ছে।

রাশেদুজ্জামান/এএম/এমএস