ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল করতে পারছে না। এতে দুই পারে আটকা পড়েছে শতাধিক গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার পরে যানবাহনসহ সাতটি ফেরি পদ্মায় আটকা পড়েছে। ফেরিতে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, ঘন কুয়াশায় কারণে ফেরির পথ, বয়াবাতি কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

আরএআর/এমএস