ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ২

প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে কাউখালীগামী রকেট ‘এমভি বাঙালি’ এর ধাক্কায় খেয়াপারাপারের একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত দুইজন যাত্রী নিখোঁজ রয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ট্রলারটি উদ্ধার ও নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে।

সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে কাউখালীগামী যাত্রীবাহী রকেট ‘এমভি বাঙালি’ আসছিল। পৌর খেয়াঘাট থেকে খেয়াপারাপারের জন্য ১০জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদীর অপরপ্রান্তের যাওয়ার পথে কুয়াশার কারণে  নদীর উত্তর তীরে শহরের গুরুধাম খালের মোহনা সংলগ্ন এলাকায় একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যেতে থাকলে যাত্রীরা যে যার মতো করে সাঁতরে তীরে ওঠে। এখন পর্যন্ত পোনাবালিয়া ইউনিয়নের মহদিপুর গ্রামের আলম জোমাদ্দার ও ইছালিয়া গ্রামের রাজা মল্লিক নামের দুই জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা  নিখোঁজদের অনুসন্ধান ও ট্রলারটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

মো আতিকুর রহমান/আরএআর/এমএস