নাটোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নাটোর শহরের কানাইখালী এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই মো. জনির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জনি শহরের কানাইখালীর সাবেদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বড় ভাই জাহাঙ্গীরকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সন্ধ্যায় শহরের কানাইখালী এলাকার সাবেদ আলীর দুই ছেলে জাহাঙ্গীর ও ছোট ছেলে জনির মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে জনি গুরুতর আহত হয়। পরে আহত জনিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ জাহাঙ্গীরকে আটক করে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে