নওগাঁয় ১ হাজার ইয়াবাসহ আটক ১
ফাইল ছবি
নওগাঁর মান্দায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কলিম উদ্দিনকে(৩৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার থেকে কলিম উদ্দিনকে আটক করা হয়।
আটক কলিম উদ্দিন রাজশাহীর তানোর উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। নওগাঁর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার চৌবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কলিম উদ্দিনকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকের পর তিনি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।বুধবার কলিম উদ্দিনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
এমজেড/এআরএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ