ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াকাটা সৈকতের ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে মেগা বিচ কার্নিভালকে সামনে রেখে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার সকালে পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে ফার্মস অ্যান্ড ফার্মসের পিকনিক স্পটে থাকা ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

অবৈধ স্থাপনা নির্মাণকারীরা অভিযোগ করেন, ফার্সস অ্যান্ড ফার্মেস কেয়ার টেকার কুদ্দুস মহিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বরাত দিয়ে দোকানপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে এসব স্থাপনা তুলতে সহায়তা করেছে। অথচ আজ সেই ভূমি অফিসের কর্মকর্তা ও জেলা প্রশাসনের উদ্যোগেই আমাদের উচ্ছেদ করা হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কমিশনার সহকারি (ভূমি) বিপুল চন্দ্র দাস, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, মহিপুর ইউনিয়র সহকারী ভূমি কর্মকর্তা সেলিম মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বলেন, কুয়াকাটা সীবিচ সংলগ্ন এ জমি খাস খতিয়ান ভুক্ত পর্যটন ও পর্যটকদের স্বার্থে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখানে যারা দখলদার ছিল তারা বিশৃঙ্খলভাবে দোকানঘর তোলার ফলে পর্যটকরা বেশ সমস্যার সম্মুখিন হত। এতে পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটে ফলে সরকারিভাবে দোকানগুলো অপসারণ করেছি।

জেএইচ