ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৮ মার্চ ২০১৫

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার এর ঘাতক চালকের বিচার ও  নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি  পালন করেছে  উপজেলার বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে স্কুলের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে  স্কুলের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় তারা ঘাতক চালকের বিচারের দাবিতে দু’ঘন্টা  সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।

স্কুলছাত্রী ফাতেমা গত রোববার সকালে স্কুলে যাবার পথে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয়। পরে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আজগর মল্লিক, মিলন তালুকদার, হেমায়েত উদ্দিন খান ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির থলপরী। তারা স্কুলছাত্রী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে অবৈধ মোটরসাইকেল, নছিমন, করিমন বন্ধ ও  লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য  প্রশাসনের কাছে আহবান জানান।

এসএইচএ/পিআর