ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এগিয়ে চলছে পায়রা বন্দর চার লেনের নির্মাণকাজ

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া নামক স্থান থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণকাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিত হচ্ছে চার লেন সড়কটি। ইতোমধ্যে সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সড়ক নির্মাণ এলাকায় নিয়ে এসেছে সংশ্লিষ্টরা। সড়কটি নির্মিত হলে পায়রা বন্দরের সঙ্গে সড়কপথেও পণ্য খালাসের পথ সুগম হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কের উভয় পাশে বৃক্ষ রোপণ, প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়নসহ পাঁচ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ১২ মিটার প্রস্থ আধুনিক সুবিধা রয়েছে। এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা।

Patuakhali-Pira

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ হবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ নৌ-বাহিনী ও এমএম গ্রুপ কোম্পানি লিমিটেড যৌথভাবে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করছে।

ইতোমধ্যে সড়কটি নির্মাণে ৫৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ১ জানুয়ারি চার লেনের সংযোগ সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

এমএম গ্রুপ কোম্পানি লিমিটেডের এমডি মহিউদ্দিন আহম্মেদ মঈন বলেন, চার লেনের সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিত হচ্ছে। বাংলাদেশ নৌ-বাহিনী ও এমএম গ্রুপ কোম্পানি লিমিটেড যৌথভাবে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সড়ক নির্মাণ এলাকায় এসেছে। সেই সঙ্গে দ্রুত কাজ শুরু হয়েছে।

Patuakhali-Pira

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমার প্রতিষ্ঠান শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রীর নামের সড়কটি নির্মাণ করতে পেরে আমরা আনন্দিত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা বন্দরের উদ্বোধন করা হয়। নৌপথে ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম