পটুয়াখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অভিযোগে পটুয়াখালীর বাউফলে হোটেল ও রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অফিসের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে উপজেলার বগা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সৌরভ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, রাখা ও পরিবেশন করার দায়ে তিনহাজার টাকা, একই অপরাধে ভাই ভাই হোটেলকে এক হাজার টাকা ও প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় কনক বেকারি নামের এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অধিকার সংরক্ষণ অধিদফতর অফিসের সহকারী পরিচালক আল আমিন জানান, তিনটি প্রতিষ্ঠানকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস