ঘুষ গ্রহণের সময় ভূমি সার্ভেয়ার আটক
কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুম থেকে তাকে আটক করা হয়।
দুদকের কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়া অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে একটি দল বুধবার শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালায়।
এ সময় ওই দোকানের ভেতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছিলেন। দুদকের দল এ সময় ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে।
তিনি জানান, ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হবে।
আল-মামুন সাগর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের