ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:১১ এএম, ১২ জানুয়ারি ২০১৭

নাটোরে ট্রেনে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও নাটোর রেল স্টেশন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীগামী উত্তরা এক্সপেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফরম থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় শিক্ষক গোপাল চন্দ্র সাহা রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়েন। তিনি সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অপরদিকে, জেলার নলডাঙ্গার মাধনগর মহিষমারী ব্রিজ এলাকায় রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি এবং লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি