নাটোরে দুর্বৃত্তের গুলিতে কলেজশিক্ষক নিহত
নাটোরের লালপুরে দুর্বৃত্তদের গুলিতে কলেজশিক্ষক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন। তিনি লালপুর উপজেলার মহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা গুলি করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
নিহত মোশারফ হোসেন বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালপুর-বাঘার সীমান্তবর্তী বাদলিবাড়ি তিনখুটি এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় মোশারফ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মোশারফকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৩ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার
- ৪ খাগড়াছড়ির ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩
- ৫ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে